স্টাফ রিপোর্টার
নাটোরে ছিনতাইকৃত দুটি অটো রিকসাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সবুজ হোসেন২৩ নাটোর শহরের বড় হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে এবং একই এলাকার মোবারক হোসেনের ছেলে মোকাদ্দিম হোসেন -১৯ । বৃহস্পতিবার ভোরে তাদের নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই দিন বেলা সোয়া তিনটায় নাটোর থানার ওসি মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ।
ওসি মিমজানুর রহমান জানান, গত ১২ এপ্রিল নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে ধলাট যাওয়ার কথা বলে দুইজন অজ্ঞাত ব্যক্তি রাব্বেল নামে এক ব্যক্তির অটো রিকসা ভাড়া করেন। পথে নাটোর সদর উপজেলার জয়নগর গ্রামে ফাঁকা জায়গায় অকস্মাৎ পিছন থেকে হাতুরী দিয়ে রাব্বেল মাথায় আঘাত করে। এরপর রাব্বেলের তলপেটে উপুর্যপরি ছুরিকাঘাত করে অটো রিকসাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত রুবেলকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে রুবেলের মা রাবেয়া বেগম বাদী হয়ে নাটোর থানায় অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এরপর ছিনতাই কারীরা রিকসাটি রং পরিবর্তন করে কামার দিয়ার গ্রামে জনৈক মৃত মসলু এর আমবাগানে ফেলে যায়। এদিকে মামলা দায়েরের পর পুলিশ তদন্তের এক পর্যায়ে আসামী সবুজ ও মোকাদ্দিম সহ অপর এক ব্যক্তিকে শনাক্ত করে। এদের মধ্যে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে নিজ বাড়ি হতে সবুজ এবং মোকাদ্দিমকে গ্রেপ্তার করে। পরে সবুজের স্বীকারোক্তি মোতাবেক জানা যায় গত ২৮ ফেব্রæয়ারী একই কায়দায় াপর এশটি অটো ছিনতাইকরে। পরে তারা অটো দুটির ব্যাটারী খুলে নিয়ে ৩৫ হাজার টাকায় বিক্রি করে। বর্তমানে অটো রিকসা দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ওসি জানান, সবুজ পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে একই কায়দায় যাত্রী সেজে অপর রিকসাটিও তারা ছিনতাই করেছিল।তারা অটো রিকসা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তিনি বলেন , পলাতক অপর একজনকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।