স্টাফ রিপোর্টার
নাটোরে তিনটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৯ দলীয় নেতা কর্মিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃমাইনুদ্দীন দুইটি মামলায় ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসুল আল আমীন অপর একটি মামলায় খালাস প্রদান করেন।
আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর জানান, নাটোরের নলডাঙ্গার রামশাকাজিপুর গ্রামে বাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেবার ঘটনায় ২০০৪ সালের ২৭ এপ্রিল বিএনপি নেতা দুলুসহ ২৫জনকে আসামী করে মামলা দায়ের হয়। একই উপজেলায় ২০০৭ সালে ৮ এপ্রিল দুলুসহ ২২জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়। এছাড়া, ২০০৮ সালের ৭ জুলাই মুদি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগএনে দুলুসহ ২২জনকে আসামী করে অপর একটি মামলা দায়ের করা হয়।মামলায় তিনটিতে বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ স্বাক্ষী প্রমাণ করতে না পারায় দুলুসহ মোট ৬৯ জনকে খালাস দেয়া হয়।
তিনটি মামলা থেকে অব্যাহতি পেয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, দেশে ন্যায় বিচার ও আইনের শাস নপ্রতিষ্ঠিত হয়েছে।
নাটোর জজ কোর্টের ্এসপিপি আনিসুুর রহমা রায়ের বিষিয়টি নিশ্চিত করেন।