স্টাফ রিপোর্টার
নাটোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। সোমবার নাটোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সহায়তায় সদর উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথীর সভাপত্বিতে সেখানে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র। কর্মসূচীতে অন্যান্যদের উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুর রহমান সুমন, কামরুন্নাহার কাজল, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। দিনব্যাপী এ প্রশিক্ষণে দলীয় কাজের মাধ্যমে তামাক ব্যবহারে, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় ভাবে ক্ষতি, স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করে প্রচার-প্রচারনায় অবৈধ বিজ্ঞাপন বন্ধ এবং যেখানে-সেখানে তামাকজাত দ্রব্যের সেবন ও বিক্রয় চিহ্নিত করে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রন) আইন প্রয়োগ করে জনপ্রতিনিধিদের সমন্বয় সাধন করার পরামর্শ দেওয়া হয়।