নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ#সংবাদ শৈলীনাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

 প্রতিনিধিনাটোর পৌরসভার সরবরাহ করা পানি পান করে দুই শতাধিক মানুষ ডায়রিয়া আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে সেনার সদস্যদের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাটোর শহরের ফুলবাগান প্রাথমিক বিদ্যালয়ে  ঘন্টা ব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয়। সংবাদ পেয়ে অনেক দরিদ্র মানুষ,নারী ও শিশুরাও চিকিৎসা কেন্দ্রে ভিড় জমান। ডায়রিয়া আক্রান্ত যেসব রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে অনেকে সেখানে চিকিৎসা নিতে ভিড় জমায়। এ বিষয়ে তারা বলেন হাসপাতালে অসংখ্য রোগীর ভিড় এবং টয়লেটের অবস্থা খারাপ হওয়ায় অনেকে বাড়ি ফিরে আসে। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিতে আসেন। এছাড়া এলাকার ও অন্যান্য রোগীরাও সেখানে ভিড় জমান।

সোনা শত্রু জানায়, ড্রাইভার আক্রান্ত সংবাদ জানতে পেয়ে নাটোর সদর ক্যাম্প  সকল ধরনের সহায়তার জন্য সিভিল সার্জন কে আশ্বস্ত করেন। পরিস্থিতি  আরেকটু অবনতি হওয়ায় আজ সিভিল সার্জনের কার্যালয় সেনাবাহিনীর চিকিৎসক দলের সহযোগিতা চেয়েছেন। এ প্রেক্ষিতে সেনাবাহিনী ক্যাম্প নাটোর  ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  বৃহস্পতিবার বিকেলে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে,।যেখানে স্থানীয় গরীব ও দুঃস্থ ভুক্তভুগি রোগীদেরকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেন। এর পাশাপাশি সেনাবাহিনী কর্তৃক সিভিল সার্জন এর নিকট এলাকাবাসিদের জন্য ২০০ ব্যাগ আইভি ফ্লুইড ও ৪০,০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হস্তান্তর করা হয়।  সেনাবাহিনীর এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে এবং এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী নিষ্ঠার সাথে কাজ করেছে এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *