নাটোরে ৭ ডাকাত গ্রেফতার#ছবি- সংবাদ শৈলীনাটোরে ৭ ডাকাত গ্রেফতার#ছবি- সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নাটোর সদর থানায় একটি ব্যাটারী চালিত বউ রিক্সা ছিনতাই সংক্রান্ত এফআইআর দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের বউ রিক্সাটি। বাদীর করা অভিযোগটি পুলিশ ডাকাতির মামলা হিসেবে নিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃত হলেন, নাটোর সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের সেলিম সরকারের ছেলে শাকিল (২৩), বড় হরিশপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে সাঈদ (১৯), শহিদুল ইসলামের ছেলে রুমেল (১৯), জয়নাল ভ’ইয়ার ছেলে রুবেল (৩০), মৃত দারু মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪৩), ধলাট গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন, ফতেঙ্গাপাড়ার ছমির উদ্দিন মোল্লা ছেলে ইসমাইল হোসেন (৪৩)।

পুলিশ সুপার জানান, বুধবার রাত ৮টার দিকে ভুক্তভোগী ও নাটোর শহরের চৌধুরী পাড়ার ভাড়াটিয়া রিক্সা চালক কোয়েল হোসেন (২২) তার বউ রিক্সা নিয়ে ভাড়া খাটছিলেন। এসময় অভিযুক্ত যাত্রীবেশী শাকিল,  সাঈদ, আসামী কমেল শহরের যাত্রীবেশে বড় হরিশপুর এলাকা থেকে গুনারীগ্রাম অভিমুখী রাস্তায় নিয়ে গিয়ে কোয়েলের কাছ থেকে বউ রিক্সাটি ছিনিয়ে নেয়। পওে তারা স্ট্যাম্পে কোয়েলের সই নিয়ে ৫০ হাজার টাকা দিয়ে বউ রিক্সা ছাড়িয়ে নিতে বলে। পরে তারা কোয়েলকে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দিয়ে ছেড়ে দেয়। এই ঘটনায় কোয়েল রাতেই নাটোর সদর থানায় একটি এফআইআর দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে এজাহার নামীয় অভিযুক্তসহ ডাকাত দলের ৭সদস্যকে গ্রেফতার ও বউ রিক্সা উদ্ধার করে। পরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *