স্টাফ রিপোর্টার
নাটোরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রী নাঈম ইসলাম(২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় অটোভ্যান চালকসহ তিনজন আহত হয়েছেন।শনিবার(১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার সৈয়দ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত নাঈম ইসলাম(২৮) গোপালগঞ্জ জেলার মৃত লিটু সিকদারের ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনপাড়া থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি নাটোর সদর উপজেলার সৈয়দ মোড় এলাকায় একটি অটোভ্যানকে পিছন দিক থেকে সজোর ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা যাত্রী নাঈম ইসলাম সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় অটোভ্যানটি দুমরেমুচরে যায়। এতে অটোভ্যান থাকা দুই যাত্রীসহ চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।