স্টাফ রিপোর্টার
নাটোরে টেক্সটাইল ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার রাত আটটার দিকে শহরের রামাইগাছি এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। প্রশাসনের আশ্বাসে প্রায় আধাঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা।
শিক্ষার্থীরা জানায়, স্থানীয়রা টেক্সটাইল ইনস্টিটিউটের ৭ম ব্যাচের ৬ষ্ঠ পর্বের ছাত্র নাঈম ও পিয়াসকে মোবাইল ফোন এবং টাকা পয়সা কেড়ে নিয়ে মারধর করে রামাইগাছি এলাকার কয়েকজন দুর্বৃত্ত্ব। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে ছাত্রদের ওপর হামলাকারী এবং মারধরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, মহাসড়ক অবরোধের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র প্রতিনিধিদের সাথে এাই বিষয়ে কথা বলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্ররা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।