স্টাফ রিপোর্টার
নাটোরে জেলা টাস্ক ফোর্সের অভিযানে মেয়াদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণ করায় খেজুরের মালিক প্রদীপ দত্তকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জেলা টাস্ক ফোর্সের ভ্রাম্যমান আদালত। আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে নাটোর সদরের মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ নাটোর সদরের মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোল্ড স্টোরেজে মেয়াদ উত্তিন্ন ২৩ বস্তা খেজুর উদ্ধার করা হয়। এ সময় খেজুরের মালিক প্রদীপ দত্তকে মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেইসাথে মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংস করা হয়। টাস্কফোর্সের অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, কৃষি বিপন্ন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের এবং ভেজাল খাদ্য খাদ্য সংরক্ষণ বিক্রয় বিপণন না করার জন্য সতর্ক করে দেয়া হয়।