স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।মঙ্গলবার নাটোর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ডিসি পার্কে এ ব্যাতিক্রমী কার্যক্রমের আয়োজন করা হয়।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এর ব্যতিক্রমী উদ্যোগে নাটোর ডিসি পার্কে (জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে) আজ বিকেল তিনটায় নবনির্মিত উন্মুক্ত লাইব্রেরী আলোকিত বাতায়ন উন্মুক্তকরণ উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন,এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত,অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি রাজস্ব) আরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌর প্রশাসক আসমা খাতুন, জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস, এবং এনডিসি শামীম হোসেনসহ অন্যান্য
সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।