ছবি ক্যাপশান  নাটোর-৩ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী সাইদুর রহমান জেলা রিটার্নিং অসিার আসমা খাতুনের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।#সংবাদ শৈলী
ছবি ক্যাপশান  নাটোর-৩ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী সাইদুর রহমান জেলা রিটার্নিং অসিার আসমা খাতুনের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
নাটোরের চারটি আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এদের মধ্যে জামায়াত ইসলামী বাংলাদেশ একজন খেলাফত মজলিসের দুজন স্বতন্ত্র প্রার্থী তিনজন। নাটোর জেলা রিটার্নিং অফিসার আসমা শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায় নাটোরে -১ (লালপুর- বাগাতিপাড়া) আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী আজাবুল হক ও এবি পার্টির মোকাররেবুর রহমান, এবং বিএনপি’র বিদ্রোহী বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। নাটোর -২ (নাটোর নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নাটোর ৩ (সিংড়া)আসনে জামাত ইসলামের প্রার্থী সাইদুর রহমান দলীয় সিদ্ধান্তে তার মনোনয়ন প্রচার করেন ।অপরদিকে একই আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী টিংকু সর্দার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আসন্ন ত্রয়দশ নির্বাচনে নাটোরের চারটি আসনে মোট ৩৫জন প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটোর ১ (লালপুর- বাগাতিপাড়া )আসনে বিএনপির মনোনীত প্রার্থী শারমিন সুলতানা পুতুলের বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী পুতুলের ভাই জেলা বিএনপির সদস্য ইয়াসির আরশাদ রাজন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে  ভোর যুদ্ধে লড়ছেন।  অপরদিকে নাটোর ৩ (লালপুর- বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী আনারুল ইসলাম আনোয়ারুল ইসলাম আনু বিপক্ষে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র)জেলা বিএনপি যুগ্ন সম্পাদক দাউদার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *