নাটোরে চোর সন্দেহে গণপিটিুনিতে একজন নিহত,থানায় হত্যা মামলা#সংবাদ শৈলীনাটোরে চোর সন্দেহে গণপিটিুনিতে একজন নিহত,থানায় হত্যা মামলা#সংবাদ শৈলী


স্টাফ রিপোর্টার

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর পূর্ব শত্রতার কারণে নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে এই ঘটনা ঘটে । তবে উদ্দিনের পরিবারের অভিযোগ পূর্ব শত্রতার কারণে নবীর উদ্দিনকে পিটিয়ে হত্যা করে চুরির অপবাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় নাটোর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
নিহত নবীর আলী(৬৫) নাটোর সদর উপজেলার ইসলামীবাড়ি গ্রামের নুরু সরদারের ছেলে। তিনি রাজশাহীর জেলার বাঘা উপজেলার ছোট বাঘা (পানিকামলা)গ্রামের বাসিন্দা হলেও তার শশুর ইসলাবাড়ী এলাকার আতাহার আলীর বাড়ির পাশেই বাড়ি বানিয়ে প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানেরা বসবাস করতেন।
স্থানিয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, গতরাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর উদ্দিনের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় আটক করে এলাকাবাসী। এসময় তাকে চোর সন্দেহে গনধোলাই দিয়ে ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থলেই মারা যায় নবীর উদ্দিন। সংবাদ পেয়ে রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
নবীর উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করেন, তিনি ধারণা করছেন চুরি নয় , পূর্ব শত্রতার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন রাত ৩টার দিকে তিনি ফোনে জানতে পারেন তার বাবাকে মারধর করে ফেলে রাখা হয়েছে। পরে লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পান। এসময় কারা তাকে হত্যা করেছে পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করলেও কেউ কিছু জানাতে পারেননি। শরিফুল ইসলাম বলেন, তার বাবা গত শনিবার রাতেই রাজশাহীর বাঘা উপজেলার ছোটবাঘা গ্রামে থেকে ইসলাবাড়ি এসেছিলেন।তিনি এ হত্যাকান্ডের বিচার দাবি করেন। নবীর উদ্দিনের ভাগ্নি জামাই রমজান আলী বলেন, কারো বাড়িতে চুরি হলো না। অথচ চুরির অপবাদে হত্যা করা হয়েছে। অথচ কেউ বলছে না কারা তাকে হত্যা করেছে। তিনি এ হত্যাকান্ডের বিচার দাবি করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করাসহ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি বলেন ,এটি একটি পিটিয়ে হত্যাকান্ড। এ ঘটনায় নাটোর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *