স্টাফ রিপোর্টার
ারনাটোর শহরে গুড়পট্টি এলাকায় হেডফোনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় নাটোর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর রানাসহ তিনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন, সাহেব (আলী ৩৫) ও আরিফ (৩০) এরা শহরের চক বৈদ্যনাথ এলাকার বাসিন্দা।
এর আগে রাসেদুল ইসলাম কোয়েল বাদী হয়ে কান্সিল রানাসহ ১২ জনকে অভিযুক্ত করে নাটোর থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে ওই হামলার ঘটনায় আহত হয়, নাটোর শহরের চকদৈনাথ এলাকার হামু শেখেল ছেলে স্বপন শেখ(২২), একই এলাকার ইসরাফিলের ছেলে আল আমিন(৩০) এবং মিঠু মিয়ার ছেলে চঞ্চল(৩২)।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের গুড়পট্টি এলাকায় কোয়েলের চেম্বারে ৫/৭জন বসে গল্প করছিল। এসময় অতর্কিতে ভাবে ১০/১৫জন যুবক এসে হেড ফোন নষ্ট হওয়া কেন্দ্র করে ধারালো অস্ত্র ও ব্যাট দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে তিনজনকে আহত করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার জন্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের লোকজনকে দায়ী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর, উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বলেন, সামান্য হেড ফোন নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে বলে শুনেছেন। এর বেশী তিনি কিছু জানেন না।
নাটোর থানার কর্মকর্তা ওসি নাসিম আহমেদ বলেন, হামলার মামলা দায়ের হয়েছে। এর মধ্যে তিনজন আসামি গ্রেফতারও করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।