স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে গলা কেটে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার জেলার বড়াইগ্রাম ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, জেলার বাগাতিপাড়া উপজেলার পেরাবাড়িয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আশরাফুল হক আবু (৩২), বড়াইগ্রামের কাটাসকোল গ্রামের আল আমিনের ছেলে মো : নাসিম (১৬), হারোয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুরুজ (১৯)। শনিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত ১৭ আগস্ট রাতে জেলার বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি এলাকায় ভ্যান চালক আবু তালেবের গলায় ছুরি দিয়ে হত্যাচেষ্টার পর ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভ্যান চালক আবু তালেব লালপুরের ওয়ালিয়া এলাকার আবু বক্করের ছেলে। ঘটনার পরই পুলিশ তদন্তে নামে ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালায়। এরই এক পর্যায়ে শনিবার জেলার বরাইগ্রাম ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার, ছিনতাইকৃত ভ্যান উদ্ধারও ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। এই ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চারজন অভিযুক্তের মধ্যে একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
Post Views: 137