স্টাফ রিপোর্টার
নাটোরে একটি খামারের দেওয়াল ভেঙ্গে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল ।গতরাতে নাটোর শহরের বৈদ্য বেলঘড়িয়া পাথরকুচি মাঠ সংলগ্ন খামারের দেয়াল ভেঙ্গে হএই পাঁচটি চুরি হয় ।খামার মালিক ইশতিয়াক আহমেদ রাজু জানান দুচোখ পণ্য আবহাওয়া ও ভারী বৃষ্টির মধ্যে গতরাত তিনটা বা সাড়ে তিনটার দিকে একদল চোর খামারের দেওয়াল ভেঙ্গে গরু গুলো খামার থেকে বের করে নেয় ।এরপরে ট্রাকে তুলে গরুগুলো চুরি করে নিয়ে যায় ।তিনি অভিযোগ করেন এ এলাকায় একজন নাইটগার্ড রাখা হলেও তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ।রাজু অভিযোগ করেন তিনি বিষয়টি নিয়ে সেনাবাহিনীর ক্যাম্প এবং নাটোর থানার অভিযোগ করলেও বেলা তিনটা পর্যন্ত সেখানে কেউ আসেননি। তিনি অবিলম্বে তদন্ত করে গরু চোরদের সনাক্ত করে আইনের আওতায়নের দাবি জানান। রাজু বলেন তার এই খামারের উপরে চারটি পরিবার নির্ভরশীল ।পাঁচটি গরুর মূল্য ৮ লাখ টাকার বেশি। তিনটি গাভী থেকে তিনি প্রতিদিন ৫০ থেকে ৬০ লিটার করে দুধ পাচ্ছিলেন। কিন্তু ফিজিয়ান জাতের এই গরুগুলো চুরি হয়ে যাওয়াতে তিনি কিভাবে চলবেন এবং ব্যাংক ঋণ রয়েছে তা কিভাবে পরিশোধ করবেন তা ভেবেই তিনি কোন কুল কিনারা পাচ্ছেন না ।
এ বিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন তিনি অভিযোগ পেয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।