স্টাফ রিপোর্টার
নাটোরের খাদ্যের নিরাপদতা বিষয়ক স্কুল ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পন্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করে অনুষ্ঠিত হয়। কর্মশালার পুর্বে নিরাপদ খাদ্য সুস্বাস্থ্যের এক মাত্র উপায় পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক শেষে পন্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন মোফাজ্লে হোসেন বিএফএসএ , ও আইয়ুব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বেসরকারী সংগটন নিডার পরিচালক জিল্লুর রহমান এবং এসকেএসর সম্পাদক আফরোজা হোসেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং বেসরকারী সংগঠন নিডার সহযোগিতায় এই কর্মশালার অঅয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিতর্কে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।