স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরকে (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মনিরুল ইসলাম(৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম একই উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর সাথে সম্প্রতি মোবাইলে গ্রেফতারকৃত মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৯ অক্টোবর রাতে মনিরুল ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নলডাঙ্গা উপজেলার কাশোবাড়িয়া গ্রামে নিয়ে যায়। সেখানে মনিরুল ইসলাম ও তার সাথে থাকা সেলিম ও হাবিব ওই কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। পরে ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় সাথে জড়িত মূল অভিযুক্তকে রাতেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *