স্টাফ রিপোর্টার
নাটোরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ ৬জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বড়হরিশপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম জানান, তিনি ও যুবলীগের জেলা সভাপতি বাশিরুর রহমান চৌধুরী এহিয়া সহ বেশ কিছু নেতা কর্মি বাস টার্মিনালে অবরোধে নাশকতা প্রতিরোধে অবস্থান নিয়ে ছিলেন। এসময় নাটোর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর রানা ও তার সাথে কিছু নেতা কর্মি অসে। এরপর পরই রাশেদুল ইসলাম কোয়েল এবং সেলিমের নেতৃত্বে আরো কিছু নেতা কর্মি আসে। এসময় রানা ও কোয়েলের মধ্যে তর্কতর্কির এক পর্যায়ে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় তারা সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করেও ব্যর্থ হোন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে প্রেরন করেন। এদেও মধ্যে গুরুতর আহত আশিক ও জাহিদ নামে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন আমি ঢাকায় অবস্থান করছি, এটা রানা ও কোয়েলের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে এই ঘটনা ঘটে। আমি জানতে পারার পর পরই উভয়কে শান্ত থাকতে বলি এবং বিষয়টি মীমাংসার জন্য জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরীকে দায়িত্ব দিয়েছি।
নাটোর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সংঘর্ষেও বিষয়টি জানতে পেওে দ্রæত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেন নি।