স্টাফ রিপোর্টার
বাংলাদেশের উন্নয়নে এনজিও সমুহের ভুমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এডাব নাটোর জেলা শাখার উদ্যোগে বেসরকারী সংস্থা সাথী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এডাব নাটোর জেলা শাখার সভাপতি শিবলি সাদীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব কেন্দ্রীয় কেন্দ্রীয় সচিবালয়ের পরিচালক কাওসার আলম কনক। তিনি বলেন, বাংলাদেশের উন্য়নে শিক্ষা ,স্বাস্থ্য , অর্থায়ন, বাসস্থান এবং দারিদ্রতা হ্রাসে নানাভাবে কাজ করে যাচ্ছেন। এনজিওরা কিভাবে কাজ করে এ বিষয়ে আলোচনা এবং গণমাধ্যমকে কিভাবে আরো বেশী সম্পৃক্ত করা যায় একারণেই মত বিনময় সভার অঅয়োজন করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডাব নাটোর জেলা শাখার সদস্য সচিব লায়লা আরজুমান্দ বানু, এডাবের সাবেক সভাপতি প্রভাতি বসাক , সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজা, মুক্তার হোসেন , বুলবুল আহমেদ ,নাজমুল হাসান প্রমুখ। সভায় মাইক্রোক্রেডিট ঋণ বিষয়ে জানানো হয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া যারা একার্যক্রম পরিচালনা করছেন তা বৈধ নয়।

