স্টাফ রিপোর্টার
নাটোরে এক হাজার পিস ইয়াবাসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতরাত সাড়ে তিনটার সময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকা থেকে একটি বাসে তল্লাশী চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নাটোরের লালপুর উপজেলার শিবনগর গ্রামের আজের মোল্লার ছেলে বুদু মোল্লা-৪৭।পুলিশ আজ বেলা আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞেপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় চেক পোস্ট বাসিয়ে তল্লশী পরিচালনা করে। এসময়য় সুপার সনি নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ সহ বুদু মোল্লাকে গ্রেফতার করে। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামালা দায়ের করা হয়েছে।