স্টাফ রিপোর্টার
নাটোরে সেলিম ভুইয়া নামে এক ব্যাবসায়ীর চালের গোডাউনের শার্টারের তালা ভেঙ্গে ১৫০ বস্তা চাল লুটের ঘটনা ঘটেছে। গতরাত দুইটার দিকে শহরতলীর ফুলবাগান এলাকায় এই ঘটনাটি ঘটে। সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হয়।
পুলিশ ও গোডাউন মালিক সেলিম ভুইয়া জানান,ফুলবাগান এলাকার সড়ক ভবন সংলগ্ন শাহিন ট্রেডার্সর সামনে একটি ট্রাক নিয়ে এসে দাঁড় করায় দুর্বৃত্তরা। পরে তারা গোডাউনের শার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর তারা ১৫০ বস্তা চাল ট্রাকে লোড করে নিয়ে চলে যায়। এ সময় তারা ক্যাশ বাক্স থেকে নগদ ১২ হাজার টাকাও লুট করে। সকালে পাশের গোডাউনের লোকজন গোডাউন খুলতে এসে সেলিমের গোডাউনের শার্টারের তালা ভাঙ্গা দেখে তাদের খবর দেয়। পরে সেলিম ভুইয়া ও তার গোডাউনের কর্মচারীরা পৌঁছে ঘটনাটি দেখে পুলিশকে খবর দেয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সিসিটিভি ক্যামেরা ফুটেজে রাত দুইটার দিকে গোডাউন থেকে চাল লুটের ঘটনার সত্যতা নিশ্চিত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

