
স্টাফ রিপোর্টার:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙ্গে হার্ডডিস্ক, র্যাম ও প্রসেসর চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী জীবন আহম্মেদকে আটক করেছে পুলিশ। গত ২৩ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নাজনীন আখতারী বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান। রাতে দায়িত্বে ছিলেন নৈশ প্রহরী জীবন আহম্মেদ। পরবর্তীতে ২৫ অক্টোবর শনিবার সকালে তিনি চুরির বিষয়টি সংশ্লিষ্টদের কর্মকর্তাদের জানান। এই ঘটনায় উপজেলা ভ‚মি অফিসের পক্ষ থেকে থানায় এজাহার দাখিল করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নাজনীন আখতারী জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী জীবন আহম্মেদকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

