স্টাফ রিপোর্টার

নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরীসহ ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মাদরাসা মোড়ে নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামের হাতে ফুল গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানের ঘোষণা দেন সদ্য যোগদানকারী নেতৃবৃন্দ।

নাটোর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলামসহ মোট ছয়জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী বলেন, “ইসলামী আন্দোলন জামায়াতের কাছে অনেক আসন প্রত্যাশা করে, কিন্তু বাস্তবতায় দলটি সাংগঠনিকভাবে দুর্বল। আর জামায়াতে ইসলামীর হাতকে শক্ত করা প্রয়োজন মনে করেই আমরা এখানে এসেছি। আমি আশা ও দোয়া করি, জামায়াতে ইসলামী ক্ষমতায় এসে দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে।”

অন্যান্য বক্তারা বলেন, জামায়াতে ইসলামী দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী রাজনৈতিক দল এবং একটি সুশৃঙ্খল ও নীতিনিষ্ঠ সংগঠন। যারা পরিবর্তন চান এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগ্রহী, জামায়াতে ইসলামী তাদের সবাইকে স্বাগত জানায়।

ড. মীর নুরুল ইসলাম বলেন, যোগদানকারী নেতাকর্মীরা সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন।

অনুষ্ঠান শেষে জামায়াত নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমীর মীর নুরুন্নবী, শহর সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সাইদ রনিসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *