স্টাফ রিপোর্টার
নাটোরের ৭টি উপজেলার ৩৪টি ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিনটি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন হিসেবে পালন করা হয়।সুষ্ঠু ভাবে তাদের এ উৎসব সফল করতে জেলা প্রশাসন ,পুলিশ, আনসার ,সেনাবাহিনীকে সক্রিয় ভুমিকা পালন করতে দেখা যায়। তবে ৩৪টি ধর্মপল্লীর মধ্যে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ওও জোনাইলের ধর্মপল্লী সবচেয়ে বড়। বনপাড়া লুর্দের রানী মা মারীয়া গির্জায় সকাল সোয়া ৭টা ও ৯টায় বড়দিনের বিশেষ খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। এই খ্রিস্টযাগ পরিচালনা করেন পালপুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সহকারী পাল পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ ও ফাদার পিউস গমেজ। খ্রিস্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. আব্দুল কাদের মিয়া সহ বিভিন্ন সুধীজন। পরে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইভাবে অন্যান্য ধর্মপল্লীতে আনন্দ মুখর পরিবেশে বড়দিন পালন করে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। জেলা প্রশাসক আসমা শাহীন জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে বড়দিন উৎসব পালনে পালন প্রতিটি ধর্মপল্লীর গির্জায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার নিয়োজিত ছিলো। এছাড়া সেনাবাহিনী ও র্য্যাবের টিম টহল দিচ্ছে। যাতে নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে তারা বড়দিন পালরন করতে পারেন।