নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রমের আয়োজন করেন নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী।
আজ শনিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিএনপির প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে এ রুপরেখা বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।
বক্তব্যে বিএনপি নেতা জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আজ আমরা আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছি। এছাড়াও তিনি উপস্থিত সকলের নিকট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চায়।
ডাঃ আবুল কালাম আজাদ বলেন, আদিবাসী সম্প্রদায়ের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। এটি আমাদের শীতের কষ্ট দূর করতে সহায়তা করবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের গরীবের ডাক্তার খ্যাত ডাঃ আবুল কালাম আজাদ, নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ, আদিবাসী নেতা প্রদীপ লাকড়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার সাজিত আলী ঝর্ণা, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, মো. বাদশা আলম।
বিএনপির এ মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।