স্টাফ রিপোর্টার
আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ার পাড়া গ্রামে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এই মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবস অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীর মহাপরিচালক কবির উদ্দিন আহমেদ, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকলাছুর রহমান ,বি এস আর আই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিবুর রহমান , সরে জমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মনির হোসেন ,শরীর তত্ত্ব ও চিনি রসায়ন বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ নূরে আলম সিদ্দিকী শরীর তত্ত্ব ও চিনির রসায়ন বিভাগের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মুহাম্মদ শামসুল আরেফিন, নলডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আরেফিন।মাঠ দিবস অনুষ্ঠানের সভাপতি করেন বি এস আর আই এর প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আবু তাহের সোহেল। সভায় আখের সাথে সাথী ফসল হিসেবে পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ উদ্বৃত্ত ফসল কিভাবে উৎপাদন করা যায় সে বিষয়ে আলোচনা এবং এবং আখের সাথে সাথী ফসল হিসেবে চাষকৃত মাঠ পরিদর্শন করা হয়।