স্টাফ রিপোর্টার
নাটোরে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় বিএনপির কর্মী রহমত তাদের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। এই টাকা না দেওয়ায় তাদের উপর হামলার ঘটনা ঘটে ।তবে রহমত ওই অভিযোগ অস্বীকার করে বলেন, জমি বেচাকানোর জন্য আওয়ামী লীগের নিঠুর কাছে তার দুই লাখ দশ হাজার টাকা পাওনা রয়েছে। এই টাকা দাবি করলে তারা উল্টাপাল্টা কথা বলেন এবং তাদের হামলা দুইজন আহত হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে নাটোর শহরের হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি কর্মী হরিশপুর এলাকার শুকুর আলীর ছেলে রহমত বলেন, প্রায় আড়াই বছর আগে একটি জমি বিক্রির বিষয় নিয়ে তিনি মিঠুর কাছে দুই লাখ ১০ হাজার টাকা পাওনা হন।এই টাকা চাইলে তারা উল্টাপাল্টা কথা বলেন। রবিবার এই টাকা চাইতে গেলে তাদের উপরে হামলা করে পিটিয়ে ও মাথায় আঘাত করে ইসমাইল ও ইব্রাহিম নামে দুইজন বিএনপি কর্মীকে আহত করে ।আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।তিনি বলেন বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে মীমাংসার প্রস্তাব দিল মিঠু সে কথা শুনেনি ।অপরদিকে আহত মিঠু বলেন ,তার চাচা আমজাদ হোসেন রহমতের কাছে জমি বিক্রি করার জন্য বায়না করেন । কিন্তু তারা জমি না নিয়ে বায়না টাকা ফেরত নেন। এরপর মিঠু ওই জমি কিনে এবং প্লট আকারে বিক্রি করে কিছু টাকা লাভ করেন। বর্তমান সরকার পরিবর্তনের পরে ওই লাভের টাকা হিসাবে তারা চাদা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে তাদের বাড়ির উপরে লোক জন লাঠি সোটা নিয়ে হামলা করে ।এ সময় তাদের এলো পাথারি লাঠি ও কিল ঘুষিতে তিনি ও তার ভাই খাদেমুল গুরুতর আহত হয়। মিঠুর ভাই সাইদিুর রহমান অভিযোগ করেন এখন রহমত ও তার লোকজন তাদের বাড়িঘরে হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দেওর হুমকি দিচ্ছে। আমরা বিষয়টি সেনাবাহিনীকে জানিয়েছি ।সেনাবাহিনী ঘটনাস্থলে এসে দেখে ফিরে গেছেন। আমরা থানায় যেতে পারছি না, কারণ রাস্তায় রহমতের অনুসারীরা দলবল নিয়ে বসে আছে। তিনি সরকারের কাছে তাদের নিরাপত্তার দাবি জানান। এ বিষয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম দসস্য সচিব েেদওয়ান শাহীন বলেন, আমরা পূূজার বিষয় নিয়ে ব্যস্ত আছি।বিএনপির কেউ অনৈতিক কাজের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নাটোর থানার ওসি( তদন্ত ) শফিকুল ইসলাম জানান ,তারা কোন অভিযোগ পাননি। তবে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ অবশ্যই পদক্ষেপ নেবে।