স্টাফ রিপোর্টার
স্থগিত ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের সমর্থনে গভীর রাতে নাটোরের বিভিন্ন এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। বুধবার দিবাগত রাতে সিংড়া থানাধীন নাটোর‑বগুড়া মহাসড়কসহ জেলার বিভিন্ন এলাকায় মিছিল পরিচালনা করা হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়।
মিছিলে অংশ নেওয়া কর্মীরা ইউনুস সরকারের পদত্যাগ এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ সকল কারাবন্দীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রহসনের বিচার বন্ধের দাবি করেন।
পুলিশ এ ঘটনায় বড়াইগ্রাম, বাগাতিপাড়া ও নাটোর সদর এলাকা থেকে পাঁচ জন আওয়ামী লীগ কর্মীসহ ওয়ারেন্টভুক্ত ৪জন আসামীকে গ্রেপ্তার করেছে।
নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানিয়েছেন, জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতা পরিকল্পনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৫ জন আওয়ামী লীগ কর্মী ও অন্যান্য মামলার ৪ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ যেকো
নো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিএনপি,,জামাত ইসলামি বাংলাদেশ, ও ইসলাম শাসনতন্ত্র আন্দোলন নাটোর জেলা শাখা নাটোর শহরের বিভিন্ন স্থানে মিছিল এবং মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।

