স্টাফ রিপোর্টার

সেনাবাহিনীর বিশেষ অভিযানে নাটোর জেলার লালপুর উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ায় অবৈধ বাংলা মদের কারখানা থেকে ৮০০ লিটার দেশীয় মদ ,মদ তৈরির উপকরণ এবং ৫০ হাজার টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোসা: নাছিমা আক্তার (৪৩) নামের এক নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
জব্দকৃত মালামালসমূহ- ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার মদ তৈরির কাঁচামাল, ৩০ লিটার বাংলা মদ ও নগদ ৫০ হাজার টাকা।
আটককৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছেবলে জানিয়েছে সেনাবাহিনী।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *