নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় সোমবার জেলা প্রশাসন, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর যৌথ উদ্দ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও সিএম লাইসেন্স গ্রহণ না করে ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১) সুলতান আহমেদ, মল্লিকহাটি, নাটোর এর প্রতিষ্ঠানকে ১০,০০০/- জরিমানা করা হয় ও একই অপরাধে একই ধারায় ২) ফেন্সি ইন্ড্রা: ( ব্রেড, বিস্কুট) মল্লিকহাটি, নাটোর প্রতিষ্ঠানটি ২৫,০০০/- সহ মোট ২ টি মামলা দায়ের করে ৩৫,০০০/- জরিমানা করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানসমুহকে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের আবেদন জমা দেয়ার পরামর্শ দেয়া হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিজু তামান্না, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী।
জনস্বার্থে বিএসটিআই এর এ রকম অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি।