স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রাম হতে ঈধহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে সাধন মন্ডল @ সকাল (২০) কে গ্রেফতার করেছে র্যাব। গতরাত ১২টা ৪০ মিনিটে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিয়াগরী গ্রাম হতে ঈধহৃতাকে উদ্ধার এবং সাধনকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত সাধন মন্ডল ওরফে সকাল বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর গ্রামের শক্তি মন্ডলের ছেলে।
র্যাব জানায়, বড়াইগ্রাম সরকারি কলেজের একজন ছাত্রী গত ডিসেম্বর মাসের ৬ তারিখে অপহৃত হয়। এ ঘটনায় াপহৃতার বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, কলেজে যাওয়ার পথে আসামী সাধন মন্ডল @ সকাল (২০) ভিকটিমকে উত্যক্ত ও প্রেম নিবেদন করত। গত ৬ ডিসেম্বর তার মেয়ে কলেজ গেটের সামনে পৌছিলে অভিযুক্ত সাধন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায। মামলা দায়েরের পর পুলিশের পক্ষ থেকে এজাহার ভ’ক্ত আসামীদের গ্রেফতার এবং অপহৃতাকে উদ্ধারে র্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। এরপরেই র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কালিয়াগারী গ্রাম হতে ঈধহৃতাকে উদ্ধার এবং মূল আসামী সাধনকে গ্রেফতার করে। সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত কওে জানান, গ্রেফতারকৃত আসামীকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।