স্টাফ রিপোর্টার
নাটোরে অগ্নিকান্ডে একজন কৃষকের বাড়ীঘর ,নগদ টাকা স্বর্ণালংকার ,ধান চাল রসুন সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল আটটায় ত্রিমোহনী চর হাপানিয়া গ্রামের কৃষক দ্বীন ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাড়ির লোকজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আটটায় ত্রিমোহনী চর হাপানিয়া গ্রামের দ্বীন ইসলামের বাড়িতে হঠাৎ করে আগুন লাগে। মুহুর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ১০ টার দিকে আগুন নিয়ংন্ত্রনে আনে। অগ্নিকান্ডে তার বাড়ির সব ঘর ও ঘরে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা স্বর্নালংকার, ২৫ মণ চাল ৬০ মণ ধান, রসুন ,পেঁয়াজ, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দ্বীন মোহাম্মাদ জানান, অগ্নিকান্ডে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি নিঃস্ব হহয়ে গেছেন। তবে কিভাবে আগুন লগেছে জানাতে পারেননি তিনি।