স্টাফ রিপোর্টার
নাটোরে অগ্নিকান্ডে একজন মরিচ ব্যবসায়ির পুরো বাড়ি আগুনে পড়ে ভস্মীভুত হয়েছে। এসময় দুটি গরু ও দগ্ধ হয়ে মারা যায়। এতে ওই ব্যবসায়ির কমপেক্ষ ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়। সোমবার রাতে নাটোর সদর উপজেলার কাফুরয়া পূর্বচরপাড়া গ্রামের আব্দুল জলিলের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়,সোমবার রাত নয়টার দিকে হঠাাৎ করে আব্দুল জলিলের বাড়ির টিনের চালে অগুন দেখা যায়। মুহুর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে আব্দুল জলিলের বাড়ির আধাপাকা বাড়ির ৬টি রুম গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে ভস্মীভুত হয়। এমনকি ওই সমস্ত রুমে রাখা আসবাবপত্র কাপড়চোপড় নগদ টাকা স্বর্ণালংকার কোন কিছুই বের করা সম্ভব হয়নি।অগ্নিকান্ডের সময় গোয়াল ঘরে রাখা দুটি গরু ও অগ্নি দগ্ধ হয়ে মারা যায়। ক্ষতিগ্রস্থ আব্দুল জলিল জানান, আগুনে তার ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোরের উপসহকারী পরিচালক একেএম মুরশেদ জানান, বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।