নাটোরের ৪ টি সংসদীয় আসনে ৪৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
 নাটোরের ৪ টি সংসদীয় আসনে ৪৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪ টি আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট  ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে নাটোর-১ আসনে জমা দিয়েছেন ১৪ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সতন্ত্র প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, লালপুর
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্নেল (অব.) রমজান আলী সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায়, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম হুমায়ন কবির,ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জাতীয় পার্টির ব্যারিস্টার আশিক হোসেন, জাসদের (ইনু)র জামাল উদ্দিন ফারুক ও মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির লিয়াকত আলী, স্বতন্ত্র হিসেবে গ্রামপুলিশ এসকেন আলী এবং সায়েদুল হক।
নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনিত বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সরকার, জাতীয় পার্টির নুরুন্নবী মৃধা, বাংলাদেশ কংগ্রেস পার্টির বজলুর রশিদ, জাসদের শফিকুল ইসলাম ও সতন্ত্র কোরবান আলী।
নাটোর-৩ (সিংড়া) আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সতন্ত্র হিসাবে  জেলা আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম শফিক,  জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শামসুল ইসলাম, ওয়ার্কাস পার্টির মিজানুর রহমান, জতীয় পার্টির আনিছুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির রুস্তম আলী, জাকের পার্টির রাকিবা হক, বাংলাদেশের তরিকত ফেডারেশনের ( বিটিএফ) আলতাফ হোসেন, তৃণমূল বিএনপির আবুল কালাম আজাদ এবং  বিকল্প ধারার আনোয়ার হোসেন।
নাটোর-৪ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী,আওয়ামী বিদ্রোহী জাহিদুল ইসলাম,আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন,
জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা, জাকের পার্টি রবিউল করিম, কংগ্রেস পার্টির শান্তি রিবেরু, তৃণমূল বিএনপির আব্দুল খালেক সরকার, বিএনএম এর গাজী আবু সায়েম রতন, জেপি সেলিম রেজা, সতন্ত্র সুজন আহমেদ ও জাহানারা বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com