স্টাফ রিপোর্টার
নাটোরের ৪টি ্উপজেলায় শিলাবৃৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবাার রাত ১১টারর দিকে জেলার ,গুুরদাসপুর .সিংড়া, লালপুর ও বড়াইগ্রাম উুপজেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া ওও বৃষ্টির সাথে এই শিরা বৃষ্টি হয়। শিলাা বৃষ্টির বিষয়টি কৃষি সম্প্রসারন অধিদপ্তরর নাটোরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ নিশ্চিত করলেও ক্ষয়য়ক্ষিিতর বিসয়টি তাাৎক্সণিকভাবে জানাতে পারেননি।
প্রত্যক্ষ দর্র্শি ও এলাকাবাসী সুত্রে জানাা যায়য় সোমবার রাাত্রী ১১টার দিকে ৪টি উপজেলার ঝেড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। এরই এক পর্র্যায়ে শুরু হয় শিলা বৃষ্টি। তারা জানান, বৃষ্টিটর পরিমাণ কম হলেও কোথাও কোাথাও মিলার স্তুপ জমে যায়। শিলা বৃষ্টিরর কারণে আম ও লিচুর মুকুল সহ ধান ,গম ভুট্টা পেঁয়য়াজ রসুুন সহ সবজি ক্েষতের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর, রোলভা, খাঁকসা, বাগডোম এলাকা দিয়ে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে।
গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা, ধারাবারিষা, শিধুলী, পাটপারা এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে করে এসব এলাকায় আম, ধান, রসুন, তরমুজ,বাঙ্গি, শাকসবজি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য উপজেলায় ক্ষতি হলেও তার ববিরণ এখনো জানা যাযনি।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরর নাটোরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন , শিলা বৃষ্টিতে কোাথায় কোথায কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। মাঠ কর্মিদেররসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে ক্ষয়ক্ষতিরর পরিমাণ সরজমিনে জানানোর জন্য। কৃষি বিভাগ এ বিষয়ে প্রয়োজনীীয় ব্যবস্থা গ্রহণ করবে।