স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড়ভাইয়ের শ্যালক মিঠুন আলী (৩২) নিহত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মামলার মূল আসামি নিক্সনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২২ এপ্রিল) সন্ধা সাড়ে ৭ টায় ঢাকা জেলার আশুলিয়া থানার খেজুরবাগ এলাকা থেকে মাহামুদুল
মাহমুদুল (২৩)’ইসলাম ওরফে নিক্সনকে গ্রেফতার করা হয়। র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প ও র্যাব ৪ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
নিহত মিঠুন আলী সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়আদিমপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।
র্যাব ও পুলিশ জানায়,পেট্রোবাংলা এলাকার মৃত নাসির উদ্দিনের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও মাহমুদুল ইসলাম নিক্সনের মধ্যে টাকা পাওয়া নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মিটাতে বড়ভাই মমিনুল ইসলাম নিশানের শ্যালক মিঠুন আলী সোমবার দুপুরে তাদের বাড়ীতে যায়। এ সময় ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মরবে প্রেরণ করে। এ বিষয়ে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশানকে গ্রেফতার করে র্যাব। পরে আশুলিয়া থানা পুলিশের সহায়তায় সিংড়া থানায় সোপর্দ করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, গ্রেফতারকৃত নিক্সনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

