স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিলহান্টে গ্রেফতার ১০
নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিলহান্টে গ্রেফতার ১০

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে পেশাদার চোর, মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২ জনকে মাদক মামলায় কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলা যুবলীগের সহসভাপতি রিফাত মাহমুদ পিয়াস (৩৩), পৌরসভার গাইনপাড়া মহল্লার পেশাদার চোর মো. অন্তর (২৭) ও মো. আল-আমিন (২৫), গাইনপাড়া মহল্লার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. জিল্লুর রহমান (৪৩), মাস্টার পাড়ার সম্পা চৌধুরী, কলেজপাড়ার মাদক মামলায় শ্রী শ্যাম কুমার চৌধুরী (২৮), গাঁজাসহ গোডাউনপাড়া মহল্লার মো. জিসান (২১), মাদক মামলায় শ্রী শম্ভু চন্দ্র মহন্ত, মো. সুলতান আলী, মাস্টার পাড়ার মো. হাবিল খন্দকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় মো. সুলতান আলী ও মো. হাবিল খন্দকারকে ১৪ দিন কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ‘দুজন পেশাদার চোরসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ’
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘দুজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *