স্টাফ রিপোর্টার
পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎই একটি বগির নিচে চাকার কাছে আগুনের সূত্রপাত ঘটে। এতে চরম দূভোগের শিকার হয় যাত্রীরা। এ ঘটনায় কোন যাত্রা হতাহত হয়।
স্থানীয় এলাকাবাসী,বিল্লু সরদার,রুবেল হোসেন,মুনির আরিন্দা,সাজু সরদার,সাইদুল ইসলাম বলেন,পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন,মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎই চাকার কাছে আগুন ধরে এবং ধুয়ো উঠতে থাকে। পরবর্তীতে রেলওয়ে কতৃপক্ষ মেরামতের কাজ শুরু করে। পরে ত্রুটিযুক্ত বগি রেখে, রাতে ৭টার দিকে প্রায় ৩ঘন্টা বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য যাত্রা শুরু করে।
মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার,মোঃ আজিজুল ইসলাম জানান,পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস বিকাল ৪টার দিকে মাধনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। তখন ট্রেনের পরিচালক বলেন,গাড়ীটি দ্রুতগতিতে চালালে একটি বগিতে আগুন ধরে যাচ্ছে। পরর্বতীতে ক্রুটিযুক্ত বগিটি রেখে,সন্ধা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য যাত্রা শুরু করে।