স্টাফ রিপোর্টার

নাটোরের দুটি আসনে বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ৩জন, বিভক্ত নেতাকর্মীরা#সংবাদ শৈলী
নাটোরের দুটি আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ৩জন, বিভক্ত নেতাকর্মীরা#সংবাদ শৈলী

 

নাটোর১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে দুইজন বিদ্রোহী প্রার্থী এবং নাটোর -৩ (সিংড়া )আসনে একজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে করে এই দুটি আসনে বিএনপির নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ছে বলেই মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

দলীয় সুত্রে জানা যায়,নাটোর ১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা  সুলতানা পুতুলকে মনোনয়ন দেওয়া হয়। এই মনোনয়ন বাতিল করে পুনুঃবিবেচনার জন্য কেন্দ্রীয় বিএনপি’র সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে  ও জেলা বিএনপির সদস্য ইয়াসির আরশাদ রাজন বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধের মতো কর্মসূচি পালন করে। কিন্তু প্রার্থিতা পরিবর্তন না করায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তাইফুল ইসলাম টিপু এবং ইয়াসির আরশাদ রাজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাইফুল ইসলাম টিপু বলেন .তিনি ১৭ বছর ধরে তৃণমূল নেতাকর্মীর সঙ্গে রাজনীতির মাঠেই রয়েছেন। তৃণমূল নেতা কর্মীদের দাবির প্রেক্ষিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট লড়বেন বলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। টিপু দাবি করেন তিনি তৃণমূল বিএনপির সিংহভাগ নেতাকর্মীর সমর্থন এবং তার জনপ্রিয়তার কারণে তিনি নির্বাচনে জয়লাভ করবেন। অপরদিকে ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা জানান, শারমিন সুলতানা পুতুল বলেছিলেন, তিনি তার ভাই আরশাদ আলী রাজনের জন্য ভোটের লড়াই করবেন। অথচ তিনি নিজেই টিকিট নিয়ে  প্রার্থী হয়ে গেলেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে পুতুলের তেমন কোনো সম্পর্ক নেই। এ কারণে তারা আরশাদ আলী রাজনকেই বেছে নিয়েছেন।

এসব বিষয়ে বিএনপি প্রার্থী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফারজানা সুলতানা পুতুল বলেন, বিএনপি একটি বড় দল। এখানে পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক। তবে দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । আমি  আমার জায়গা থেকে ওই দুজনের সাথে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করে নেওয়ার জন্য কাজ করছি। আশা করছি দলের বৃহত্তর স্বার্থে তারা ঐক্যবদ্ধ ভাবেই কাজ করবেন এবং বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবেন।

ব্যারিস্টার ফারজানা সুলতানা পুতুলের  শক্ত প্রতিপক্ষ হিসেবে এই আসনে লড়াই করছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী আবুল কালাম আজাদ।

অপরদিকে নাটোর -৩( সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিপরিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। দাউদার মাহমুদের সমর্থকরা আনোয়ারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ইতোপূর্বে বিক্ষোভ সমাবেশ করেছেন। দাওদার মাহমুদ বলেন তিনি ১৭ বছর ধরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। দলের তৃণমূল নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, তিনি বিএনপির জন্ম লগ্ন থেকেই এই দলটির রাজনীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি ,দখল ও সন্ত্রাসের কোন অভিযোগ নেই। তিনি সিংড়া বিএনপিকে একটি পরিচ্ছন্ন রাজনীতি উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। এ কারণে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এই আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী সাইদুর রহমান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *