স্টাফ রিপোর্টার

নলডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা সুলতান প্রামানিক(৬০) ও আজিজুর প্রামানিক(৪৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
সুলতান প্রামানিক(৬০) উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ব্রহ্মপুর বারিহাটি গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে এবং আজিজুর প্রামানিক (৪৬)
ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখপাড়া গ্রামের মৃত হিদন প্রামানিকের ছেলে বলে জানা যায়।
নলডাঙ্গার থানার ওসি মোঃ সাকিউল আযম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
