নলডাঙ্গায় দলিল লেখক সমিতির সাবেক সভাপতিকে অপহরন চাঁদা দাবীর ঘটনায় মহিলাসহ আটক দুই#সংবাদ শৈলীনলডাঙ্গায় দলিল লেখক সমিতির সাবেক সভাপতিকে অপহরন চাঁদা দাবীর ঘটনায় মহিলাসহ আটক দুই#সংবাদ শৈলী


নাটোরের নলডাঙ্গায় নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি তছির উদ্দিনকে অপহরন করে মুখ বেঁধে রেখে মারধর এবং মুক্তিপন হিসেবে ২০লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের মহিলাসহ দুইজনকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।বৃহস্পতিবার রাতে শহরের তেবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন , নাটোর সদরের তেবারিয়া এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে রসিদা বেগম(৩৫) এবং মৃত শফিউল্লার ছেলে আমিন (৩৫)।
ভুক্তভোগি নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি তছির উদ্দিন বলেন,সে বেশ কয়েক দিন ধরে মোবাইল ফোনে উপজেলার বাসুদেবপুর বামনগ্রামের এক নারী দলিল দেখার জন্য বারবার তছির উদ্দিন ফোন করে আসছিলো। পরে গত বুধবার বিকেলে তছির উদ্দিন সেই নারীর বাড়িতে যান। এ সময় তাকে পানীয় খেতে দিয়ে ৩ থেকে ৪জন দুর্বৃত্তরা তার হাত মুখ বেধে অনৈতিক কাজের অভিযোগ এনে ব্লাক মেইল করার চেষ্টা করে। দুর্বৃত্তরা তার কাছে মুক্তিপন হিসেবে ২০লাখ টাকা চাঁদা দাবী করে। এতে চাঁদা দিতে অস্বকৃতি জানালে তছির উদ্দিনকে মারধরের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে বাসুদেবপুর বাজারের একটি ফার্মেন্সির দোকানে ফেলে রেখে চলে যায়। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এই ঘটনার একদিন পর তছির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে অপহরণের জড়িত থাকায় দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করেন।
এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,বাদি থানায় উপস্থিত হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি ও অপহরণের মামলা দায়ের করে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের একজন মহিলাসহ দুজনকে আটক করা হয়। বাকী আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।#

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *