স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গা বাজার থেকে চুরি যাওয়া ৫টি ভোজ্য তেলের ড্রামসহ চুরি সাথে জঊিত একটি পিকআপসহ ড্রাইভার গোলাম হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাত সোয়া ২টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ফুলবাড়ি সাজির মোড় থেকে চুরি যাওয়া ৫টি ভোজ্য তেলের ড্রাম ও চুরি সাথে জরিত একটি পিকআপ এবং ড্রাইভার কে আটক করে ।এসময় দুই চোর পালিয়ে যায়।
আকটকৃত চালকের নাম, গোলাম হোসেন (৪১) তিনি নারায়নগঞ্জ জেলার সিদিরগঞ্জ থানার আইলপাড়ার গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার নলডাঙ্গা বাজারের আব্দুস সালামের মুদি দোকানের সামনে থেকে ৫ টি ভোজ্য তেলের ড্রাম একটি পিকআপে তুলে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। পরে বাজারের নাইটগার্ড টের পেয়ে থানা পুলিশে খবর দেয়।খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে রাত সোয়া ২টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ফুলবাড়ি সাজির মোড় থেকে চুরি যাওয়া ৫টি ভোজ্য তেলের ড্রাম ও চুরির সাথে জরিত একটি পিকআপসহ তার ড্রাইভার গোলাম হোসেন কে আটক করে পুলিশ। এসময় চুরির সাথে জরিত দুই চোর শফিউল্লাহ ও সায়েম পালিয়ে যায়।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন,উদ্ধার কৃত ২টি ড্রামে ভোজ্য তেল সয়াবিন ও ৩টি ড্রামে পামওয়েল তেল ছিল।৫টি প্লাষ্টিক ড্রামে ৯৩০ কেজি ভোজ্য তেল ছিল যার বাজার মূল্যে ১ লাখ ৩২ হাজার টাকা।নলডাঙ্গা বাজারের আব্দুস সালামের মুদিখানা দোকানের বারান্দায় রাখা ভোজ্য তেলের ৫টি ড্রাম (রংপুর মেট্রো-ন-১১-০১৭৪) একটি পিকআপে তুলে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।পরে এ ঘটনায় মুদিদোকানের মালিক আব্দুস সালাম বাদী হয়ে মামলা করেন।শুক্রবার দুপুরে ওই মামলায় আটকৃত ড্রাইভার কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।