স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার রাত ১১ টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কৃষকের বাড়ির যাবতীয় আসবারপত্র, নগট টাকাসহ আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আনছার আলী,তিনি উপজেলা পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামের একজন কৃষক।
স্থানীয় এলাকাবাসী ও নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মেহেরুল ইসলাম জানান,সোমবার রাত ১১ টার উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামের কৃষক আনছার আলীর বাড়িতে আগুন লাগে।আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।এতে বসবাড়ির আসবারপত্র,নগট টাকা,কৃষি পণ্য পুড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।তবে কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে জানা না গেলও রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।