স্টাফ রিপোর্টার
প্রান্তিক জনগোষ্ঠির সড়ক যোগাযোগের উন্নতি লক্ষে সারাদেশে ১৫০টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারী সেতু,কুচিয়ামারি সেতু,ভাঙ্গা সেতু ও মধ্যপুল নামের চারটি সেতুও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসব সেতু ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করেন নাটোর সড়ক ও জনপদ বিভাগ।বৃস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ চারটি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন,নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ,নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী,নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।