স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে প্রতিবেশী দাদারুপি এক পশুর ধর্ষনে গর্ভবতি ১২ বছরের শিশু শিক্ষার্থী ও তাঁর সদ্য ভুমিষ্ট নবজাতকের পাশে দাড়িয়েছে র্যাব। রবিবার (১০ আগষ্ট) সকাল ১১ টার দিকে ওই প্রসুতির বাসায় গিয়ে তার দাদির হাতে নগদ অর্থ ও খাবার সামগ্রী তুলে দেয় র্যাব-৫।
র্যাব সুত্র জানা গেছে, র্যাব নারী কল্যান সমিতি রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে ওই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় র্যাব-৫ এর অধিনায়ক লেপ্টেল্যান্ট কর্নেল শাহরিয়ার, ডিএডি সাইফুল ইসলাম, কমান্ডার আশিকুর রহমান উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী রোকসানা আক্তার,ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম,সাবেক কাউন্সিলর আব্দুল আলিম ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় র্যাব-৫ এর অধিনায়ক শাহরিয়ার জানান, ধর্ষক জাহিদুল খাঁকে আটক করলেও র্যাব মনে করে তাদের দায়িত্ব শেষ হয়নি। ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে র্যাব পরিবারের পাশে রয়েছে। ধর্ষিতা প্রসুতি মা ও তার নবজাতকের দায় এ সমাজ এড়াতে পারেনা। জেলা উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্ত¡বানদের অসহায় এই পরিবারের পাশে দাড়াতে আহবান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য- গত শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরকারি খরচে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেয় ১২ বছরের শিশুটি। জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক নার্গিস তানজিমা ফেরদৌস ও এ্যানেসথেসিয়া চিকিৎসক ফেরদৌস রহমানসহ ছয় সদস্যের চিকিৎসক টিম শিশুটির সিজারিয়ান অপারেশন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় সহায়তা করা হয়। দুইদিন আগে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে শিশুটি।