ধর্ম যার যার বাংলাদেশ সবার-বিএনপি নেতা দুলু#সংবাদ শৈলীধর্ম যার যার বাংলাদেশ সবার-বিএনপি নেতা দুলু#সংবাদ শৈলী
  • স্টাফ রিপোর্টার

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,ধর্ম যার যার বাংলাদেশ সবার। এদেশে হিন্দু মুসলিম খ্রীষ্টান সকল মানুষ মিলে মিশে একাকার হয়ে বসবাস করে। বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার সব সময় দেশের হিন্দু সমাজকে নিজেদের ভোট ব্যাংক মনে করেছে। আবার তাদের দ্বারাই হিন্দু সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার ভববান শ্রী কৃষ্ঞের জন্ম দিন উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, নির্বাচন হবে এদেশের জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দিবে। জনগণ আমাকে পছন্দ করলে আমাকে ভোট দিবে, আমাকে পছন্দ না করলে তাদের পছন্দের অন্য যে কোন প্রার্থীকে ভোট দিবেন। কোন ভাবেই ভোট পিছানোর কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। দুলু বলেন, ২০০১ সালের পর থেকে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। অথচ নাটোরের যত উন্নয়ন সেগুলো আমার হাত দিয়েই হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপি মন্ত্রীরা জনগণের জন্য আসা অর্থ লুটপাট করে নিজেরা বাড়ি গাড়ি সম্পদের পাহাড় গড়েছে। বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার আলোচনার পর প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দুলু বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে। কারণ নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে বিদেশে এই নির্বাচন না হওয়ার জন্য ততই ষড়যন্ত্র শুরু হয়েছে।

ভূষন গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাসিম উদ্দীন নাসিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, মন্দির কমিটির সাধারন সম্পাদক সত্যেন কুমার দাস প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *