স্টাফ রিপোর্টার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে প্রার্থীতা ঘোষণা করেছেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারস্থ একটি চায়নিজ রেস্তোরায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি ওই প্রার্থীতা ঘোষণা দেন।
জাকির হোসেন স্থানীয় খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তিনি বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাটোর জেলা আ.লীগের সদস্য পদে রয়েছন। ছাত্রজীবনে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মতবিনিময় সভায় এমপি প্রার্থী জাকির হোসেন বলেন, তার পিতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আইনুল হক বড়াইগ্রাম উপজেলা আ.লীগের সভাপতি থাকাকালীন সময়ে বিএনপি-জামাত জোটের হাতে প্রাকাশ্য খুন হন। এরপর ৪বার কারাবরণসহ তিনি ও তার পরিবার নানাভাবে দুঃশাসনের শিকার হয়েছেন। আওয়ামী পরিবারের ত্যাগি এনেতা জনপ্রিয়তার কারণে দলীয় প্রতিকে টানা তিনবার বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। এজন্যই দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী তাকে মূল্যায়ণ করবেন বলে তার দৃঢ় বিশ^াস।
বাংলাদেশকে বিশ^দরবারে সম্মানিত করে নিজে সম্মানিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নানা তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন জাকির হোসেন। বিশেষ করে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মাসেতু, যমুনা রেল সেতু, কর্নফুলী ট্যানেল নির্মাণ, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়দানসহ প্রধানমন্ত্রীর নানা উন্নয়ন ও গুনের কথা বলেন তিনি।
মতবিনিময় সভার আগে সদ্য প্রয়াত জেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির কবর জিয়ারত করেন তিনি।