দেশ মুক্তি পেলেও প্রত্যাশিত সংস্কার এখনো সম্পন্ন হয়নি-শিল্প উপদেষ্টা#সংবাদ শৈলীদেশ মুক্তি পেলেও প্রত্যাশিত সংস্কার এখনো সম্পন্ন হয়নি-শিল্প উপদেষ্টা#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সাড়ে ১৫ বছর বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করেছিল। তার প্রতিবাদ করতে গেলেই গুম, নির্যাতন, হত্যা ,আয়না ঘর ইত্যাদির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নিয়ে নির্যাতনের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এরকম অবস্থায় একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। জুলাই ৩৬ এর অসংখ্য প্রাণের বিনিময়ে বাংলাদেশ মুক্তি পেয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশিত সংস্কার এখনো সম্পন্ন হয়নি। যে লক্ষ্যে এক ঝাঁক তরুন আলো জ্বেলে ছিলেন দেশকে সেই আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তিনি আজ নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন যে লক্ষ্যে একঝাঁক তরুন প্রাণের বিনিময়ে অন্ধকার থেকে দেশে আলো জ্বালিয়েছিলেন। দেশকে সেই পথে আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কাঙ্খিত সংস্কার এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন জুলাই জুলাই যোদ্ধাদের স্মরণে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। সারাদেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জুলাই যোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের প্রাপ্য সম্মান আমাদের দিতে হবে। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন ফ্যাসিবাদ পরাজিত শক্তি আর ফিরে আসবেনা তাহলে ভুল করছেন। তারা ফিরে আসার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী শক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম, শহীদ আকিবের বাবা জামায়াত নেতা দেলোয়ার হোসেন খান, সিংড়ার শহীদ হৃদয়ের বাবা রাজু আহমেদ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *