সংবাদ শৈলী রিপোর্ট
রাতের আঁধারে সন্ত্রাসী হামলার শিকার হয়ে জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম রব্বানী নাদিমের ভাই সাংবাদিক এমদাদুল হক লালন।
এর আগে বুধবার (১৪ জুন) রাত অনুমান ১০টার সময় বকশীগঞ্জ টিএন্ডটি রোডে তিনি হামলার শিকার হন।
এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফিরছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলমান। অপরাধীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।