দু’জন পাট ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে পাঁচ লক্ষাধিক টাকা ছিনতাই #সংবাদ শৈলী দু’জন পাট ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে পাঁচ লক্ষাধিক টাকা ছিনতাই #সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গায় দুইজন পাট ব্যবসায়ীর উপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে পাঁচ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাসিলা গোরস্থান মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী আব্দুল খালেক কাজি ৪৫ ও আনছার শাহ-৫০। 

নাটোর হাসপাতালে ভর্তি আহত দুজন পাট ব্যবসায়ী জানান, তারা বাশিলা বাজার  থেকে বাড়ি ফেরার পথে একই এলাকা আজিজুর, রাজ্জাক, শিমন ও আব্দুল  তাদের উপরে অন্ধকার অতর্কিতে হামলা করে। এ সময় তাদেরকে লোহার  রড ও হাতুড়ি দিয়ে মাথায় ও পিঠে আঘাত করেগুরুতর আহত করে এবং কাছে থাকা পাঁচ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলার সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১২ টার দিকে নাটোর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। 

নাটোর হাসপাতালে বাসিলা গ্রামের জব্বার খান জানান, বাসিলা বাজার থেকে বাড়ি আসার পথে সন্ত্রাসীরা তাদের হাতুড়ি ও লোহার রড দিয়া আঘাত করে গুরুতর আহত করে।  বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশকে জানানোর পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের অবস্থা দেখে পুলিশ আক্রান্তদের হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। 

একই গ্রামের জব্বার খান জানান ,যারা হামলা করেছে তারা এলাকায়  চিহ্নিত ছিনতাইকারী ও নেশাখোর। আমরা এই ঘটনার ন্যায় বিচার দাবি করছি। 

এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, হামলা ও ছিনতাইয়ের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *