স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি রডভর্তি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক।
নিহত হেলপার আবু সাঈদ (১৮) রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তরবালিয়া গ্রামের বাসিন্দা এবং এনামুল ড্রাইভারের ছেলে। আহত ট্রাক চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডভর্তি ট্রাকটি হেলপার আবু সাঈদ নিজেই চালাচ্ছিলেন। চালকের আসনে পাশে বসে ছিলেন নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগ্রামী ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ ছিলেন না।
গুরুতর আহত চালক নাসিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেয়া হয়েছে। প্রায় ৪০ মিনিট পর মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে নেয়ায় যানচলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#
